ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

পানযোগ্য সানক্রিম!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, মে ২০, ২০১৪
পানযোগ্য সানক্রিম!

ঢাকা: এবার পানযোগ্য সানক্রিম বাজারজাত করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ওসমোসিস সানকেয়ার নামের প্রতিষ্ঠান! এটিই বিশ্বের প্রথম পানযোগ্য সানক্রিম- দাবি প্রতিষ্ঠানটির।

এ বিষয়ে প্রতিষ্ঠানটি জানায়, এ সানক্রিম এক চামচ পানে আপনাকে তিন ঘণ্টা সূর্যের তীব্র প্রখরতা থেকে প্রশান্তি দেবে।



হারমোনাইজড এইচটুও (H2O) নামে এ সানক্রিমটি দু’টি ফ্লেভারে পাওয়া যাচ্ছে। একশ’ এমএল ওজনের প্রতিটি বোতলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭ পাউন্ড।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চিকিৎসক বেন জনসন বলেন, এর এক চামচ পানে আপনাকে তিন ঘণ্টা সুরক্ষা দেবে।   এটি পানে আপনার চামড়া সূর্যের ভয়াবহ রশ্মি থেকে ৯৭ ভাগ সুরক্ষা পাবে।

সানক্রিমটির এক ব্যবহারকারী ফেসবুক বার্তায় বলেন, সূর্যের মারাত্মক আল্ট্রাভায়োলেট থেকে রক্ষা করে এ হারমোনাইজড ওয়াটার। এটি ব্যবহার করে আমি দু’ঘণ্টা সূর্যের আলোতে থেকেছি, আমার ত্বকে এতটুকুও পরিবর্তন হয়নি।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মে ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।