ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বিএনএসবি চক্ষু হাসপাতালে শিশু ওয়ার্ড ও ওটি কমপ্লেক্স উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জুন ২১, ২০১৪
বিএনএসবি চক্ষু হাসপাতালে শিশু ওয়ার্ড ও ওটি কমপ্লেক্স উদ্বোধন ছবি: সংগৃহীত

ময়মনসিংহ: ময়মনসিংহে ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের নতুন শিশু ওয়ার্ড এবং ওটি কমপ্লেক্সের উদ্বোধন হয়েছে। শনিবার দুপুরে নবনির্মিত এ কমপ্লেক্সের উদ্বোধন করেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. নূরুন নবী তালুকদার।



পরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. নূরুন নবী তালুকদার, অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ, আন্ধেরী হিলফে জার্মানির বাংলাদেশস্থ কান্ট্রি ডিরেক্টর শংকর পেট্রিক কস্তা প্রমুখ।



এ অনুষ্ঠানে চিকিৎসক, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুন ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।