ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ফরমালিন দাতাদের ত্রুসফায়ারে দেওয়া উচিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, জুন ২৫, ২০১৪
ফরমালিন দাতাদের ত্রুসফায়ারে দেওয়া উচিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: যারা টাকার জন্য ফলে ফরমালিন দেয়, ভুয়া হাসপাতাল খুলে মানুষকে মুত্যু মুখে ঠেলে দেয়, ভুয়া ব্লাড ব্যাংক খুলে মানুষকে মারতে চায় তাদের ত্রুসফায়ারে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ
নাসিম।

বুধবার বিকেলে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে বিশ্ব রক্তদাতা দিবসের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।



তিনি বলেন, এসব ভুয়া ব্লাড ব্যবসায়ীদের ব্যাপারে সরকার কঠোর আছে, আগামীতেও থাকবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে অনেক সম্পদশালী মানুষ আছে। কিন্তু নিজেরা মানবতার সেবায় এগিয়ে আসতে চায় না। তারা শুধু ব্যবসায়িক চিন্তা থেকে বেসরকারি হাসপাতাল করতে চান। আপনারা হাসপাতাল করেন এতে সমস্যা নাই
কিন্তু, আপনারা গরীব মানুষকে সেবা দেওয়ার ব্যবস্থা রাখেন।

চলতি বাজেট থেকে জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে সিসিইউ-আইসিইউ প্রতিষ্ঠা করা হবে বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, সমাজের ভালো মানুষ অন্যকে বাঁচাতে নিজের রক্ত দান করেন, কিন্তু তাদের কথা কেউ লেখে না। পত্রিকায় শুধু খারাপ কাজগুলোর শিরোনাম হয়। কিন্তু ভালো কাজগুলোর ব্যাপারে লিখতে চায় না।

দেশের সম্পদশালীদের অপ্রয়োজনীয় খরচ না করে মানুষের সেবার কাজে বিনিয়োগ করার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ড. দ্বীন মোহাম্মদসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জুন ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।