ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ভাত-পানীয়-ফাস্টফুডে হবেন মনমরা!

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, আগস্ট ২, ২০১৪
ভাত-পানীয়-ফাস্টফুডে হবেন মনমরা!

ঢাকা: ভাত খেতেই পছন্দ বাঙালির। রুটি-পরোটাও জনপ্রিয়।

ইদানীং নুডলস-পাস্তা বেশ চলছে। কিন্তু শস্যদানা কিংবা এর গুঁড়ো থেকে তৈরি খাবার দাহকারক হিসেবেই পরিচিত। আর এতে মনোজগতে এক ধরনের বিষাদগ্রস্ততা তৈরি করে। বিশেষ করে নারীদের দেহ-মনে এনে দেয় এক ধরনের মনমরা ভাব।

গবেষকরা দেখেছেন, যারা পরিশোধিত শস্যদানা থেকে তৈরি এই ধরনের দাহকারক খাবার নিয়মিত খাচ্ছেন তারা বিষাদগ্রস্ততায় ভোগেন।

কোমল পানীয় খাওয়া আজকাল একটা ফ্যাশনে দাঁড়িয়েছে। প্রতিদিন যারা সোডা খাচ্ছেন, তা যত কমই হোক এবং ডায়েট কিংবা রেগুলার, তাদের বিষাদগ্রস্ততায় ভুগতেই হবে। আর একই সঙ্গে বাড়িয়ে দেবে স্ট্রোক হওয়ার আশংকা। ডায়াবেটিস যাদের রয়েছে তাদের শরীরে ইনসুলিন সহনশীনতাও কমে যায় এই খাবারে।

ফাস্টফুড কালচার এখন যে আর কেবল পাশ্চাত্যের নয়, তা বিকেল-সন্ধ্যায় ফাস্টফুডের দোকানগুলোতে ঘুরে এলেই বোঝা যায়। গবেষণা বলছে, যারা ফাস্টফুডে অভ্যস্ত তাদের বিষাদগ্রস্ত থাকার সম্ভাবনা, যারা অভ্যস্ত নয় তাদের চেয়ে ৫১ শতাংশ বেশি। হ্যামবার্গার, হটডগ, পিজার প্রতি আগ্রহ কমিয়ে ফেলারই পরামর্শ গবেষকদের।

কুইক মিল হিসেবে পাস্তা খুব জনপ্রিয়। কিন্তু সপ্তাহে তিন-চারবার পাস্তা খেলে তা মোটেই স্বাস্থ্যকর হবে না। ক্যালরিভর্তি খাদ্য উপাদানে সমৃদ্ধ কোমল পানীয় নিয়মিত খাওয়ার জন্য নয়। এক্ষেত্রে পানি বা চা হতে পারে ভালো পছন্দ। ফাস্টফুড মাঝে মধ্যে খাওয়া যায় কিন্তু নিয়মিত খেলে তা ভীষণ ক্ষতির। সঠিক খাবার খান, ব্যায়াম করুন, আপনার শরীর ও মন দুটোই ভালো থাকবে, হবে স্বাস্থ্যকর ও সুখী জীবন।

বাংলাদেশ সময় ১২৫৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।