ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বরিশালে শিশু হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪
বরিশালে শিশু হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন

বরিশাল: বরিশালে শিশু হাসপাতাল ও বরিশাল পরিবার পরিকল্পনা অফিস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার সকাল ১০টায় বরিশালের আমানতগঞ্জে বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন মাঠে ২০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল ও বরিশাল পরিবার পরিকল্পনা অফিস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ দুইটি প্রকল্প বাস্তবায়ন করছে।

এ সময় উপস্থিত ছিলেন-বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশালের জেলা প্রশাসক মো. শহীদুল আলম, বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু প্রমুখ।

সকাল ১১টায় বরিশাল জেলা পরিবার পরিকল্পনা বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেন মন্ত্রী।

জেলা পরিবার পরিকল্পনা অফিসের এফডব্লিউভিটিআই সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী মোহাম্মদ নাসিম। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এম এম নিয়াজউদ্দিন এবং পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক মো. নূর হোসেন তালুকদার।

সোমবার সকালে লঞ্চযোগে সরকারি সফরে বরিশালে এসেছেন মন্ত্রী।

বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।