ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বগুড়ায় চিকিৎসক প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৪
বগুড়ায় চিকিৎসক প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন

ঢাকা: বগুড়ায় বালাইনাশক বিষাক্ততা ব্যবস্থাপনার ওপর এক দিনের চিকিৎসক প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সম্মতিক্রমে ২৬ আগস্ট অনুষ্ঠিত এ কর্মসূচিতে টক্সিকোলজি সোসাইটি অব বাংলাদেশ কারিগরি সহযোগিতা দেয়।

 

আর এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার।

এ প্রশিক্ষণ কর্মসূচিতে বগুড়া সদর হাসপাতাল ও ১২টি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে ৩০ জন চিকিৎসক অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে বালাইনাশক বিষাক্ততা ব্যবস্থাপনার ওপর কারিগরি দিক উপস্থাপন করেন ডা. মো. রোবেদ আমিন - সহযোগী অধ্যাপক, ঢাকা মেডিকাল কলেজ। ডা. ফজলে রাব্বী চৌধুরী - কনসালটেন্ট, সিলেট এমএজি ওসমানি মেডিকাল কলেজ। ডা. আরিফুল বাসের - রেজিষ্ট্রার ট্রপিক্যাল মেডিসিন বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ।

এতে প্রধান অতিথি ডা. শাহাদাত হোসেনের বলেন, কৃষি প্রধান বাংলাদেশে এই রকম প্রশিক্ষণ কর্মসূচি মানুষের জরুরি স্বাস্থ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য সেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি এ ধরনের উদ্যোগের জন্য সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের প্রশংসা করেন।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।