ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

৫ ভুয়া ডাক্ত‍ারকে জেল জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৪
৫ ভুয়া ডাক্ত‍ারকে জেল জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারের ২নং সুপার মার্কেটে অভিযান চালিয়ে ৫ ভুয়া ডেন্টাল ডাক্তারকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের চেম্বার সিলগালা করা হয়।

 

এছাড়া সিলগালা করা প্রতিটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে অর্থদণ্ড ও আটককৃত ভুয়া ডাক্তারদের প্রত্যেককে ৯ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার সকাল থেকে এ অভিযান শুরু হয়ে চলে বেলা ২টা পর্যন্ত।

আটককৃতরা হলেন- ইলিয়াস হুসেই, মো. আলাউদ্দিন, হাসানুর রহমান ও তোফাজ্জল হোসেন। এছাড়া তোফাজ্জলের ‍অ্যাসিস্ট্যান্ট আক্ত‍ার হোসেন।

সিলগালা করে দেওয়া প্রতিষ্ঠান চারটি হলো- গার্ডেন ডেন্টাল কেয়ার, জান্নাত ডেন্টাল কেয়ার, আল মদিনা ডেন্টাল কেয়ার ও আলহেরা ডেন্টাল কেয়ার।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশার নেতৃত্বে এ অভিযান পারিচালিত হয়। এতে অংশ নেয় র‌্যাব-২ এর একটি টিম।

তিনি বলেন, এ সকল ভূয়া ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা নিলে হেপাটাইটিস বি ম্যালেরিয়া ও এইডস সংক্রমনের আশঙ্কা থাকে।    

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।