ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

জাপান ফাস্ট লেডির নার্সিং কলেজ পরিদর্শন শনিবার

স্টাফ করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৪
জাপান ফাস্ট লেডির নার্সিং কলেজ পরিদর্শন শনিবার

ঢাকা: জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবে ঢাকা নার্সিং কলেজ পরিদর্শন করবেন শনিবার বিকেলে।

শনিবার সকালে ঢাকায় পৌঁছে এ দিন বিকেল ৪টায় জাপান ফাস্ট লেডির নার্সিং কলেজ পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।



ঢাকা নার্সিং কলেজের প্রিন্সিপাল ও বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) সভাপতি ইরা দিবরা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

এ বিষয়ে ঢাকা নার্সিং কলেজের নিরাপত্তায় নিয়জিত নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা সংস্থার প্রতিনিধি বাংলানিউজকে বলেন, জাপানের প্রধানমন্ত্রীর স্ত্রীর আগমনকে কেন্দ্র করে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বহির্বিভাগ সংলগ্ন পুরো এলাকায় কড়া নিরাপত্তা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।