ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

জাপানের ফার্স্ট লেডির ঢাকা নার্সিং কলেজ পরিদর্শন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৪
জাপানের ফার্স্ট লেডির ঢাকা নার্সিং কলেজ পরিদর্শন ছবি:ফাইল ফটো

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নার্সিং কলেজ পরিদর্শন করেছেন জাপানের ফার্স্ট লেডি আকি আবে।

শনিবার বিকেল সাড়ে চারটার দিকে তিনি এ পরিদর্শনে আসেন।



ঢাকা নার্সিং কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশেনের সভাপতি ইরা দিবরা এ সময় উপস্থিত ছিলেন।

তিনি জানান, জাপানের ফার্স্ট লেডি আকি আবে প্রথমে ঢামেকের নিচতালর ল্যাব পরিদর্শন করেন এরপর তৃতীয় তলায় শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

সবশেষে বিকেল ৫টা ১০ মিনিটে তিনি ঢামেক ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।