ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ইবোলা শনাক্তে সব বন্দরে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪
ইবোলা শনাক্তে সব বন্দরে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

ঢাকা: প্রাণঘাতি ইবোলা ভাইরাস শনাক্ত করতে বিমানবন্দরসহ দেশের সব বন্দরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২০ অক্টোবর) বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।



গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ রিট আবেদন দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. মো. ইউনুছ আলী আকন্দ।
আদেশের পরে ইউনুছ আলী জানান, অন্তবর্তীকালীন আদেশ ছাড়াও আদালত রুল জারি করেছেন।

রুলে প্রাণঘাতি ইবোলা ভাইরাস শনাক্ত করতে বিমানবন্দরসহ দেশের সব বন্দরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
 
এছাড়া সরকারের পক্ষ থেকে ইবোলা ভাইরাস আক্রান্ত দেশ গুলোসহ (৭টি দেশ) জাতিসংঘকে মানবিক সহায়তাদানের কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চেয়েছেন হাইকোর্ট।

চার সপ্তাহের মধ্যে বিমান সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিবসহ ছয়জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।