ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

নেত্রকোনায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪
নেত্রকোনায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: ‘স্বাস্থ্যসম্মত খাবার শুরু হোক সকালের নাস্তা থেকেই’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নেত্রকোনায় পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ডায়াবেটিক সমিতির উদ্যোগে ছোট বাজার এলাকার সমিতির কার্যালয় থেকে দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়।



র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আবার সমিতির কার্যালয়ে এসে শেষ হয়।

পরে ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. এমএ হামিদ খানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সময় প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন সাহিদ উদ্দিন আহমেদ স্বপন।

সভায় বক্তব্য রাখেন, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ খান, অধ্যাপক মতীন্দ্র সরকার, অধ্যাপক ফুলে হোসেন ও প্রবীণ শিক্ষক ছাইয়েদুর রহমান খান।

সভা পরিচালনা করেন জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাচ্চু।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।