ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

মালিতে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪
মালিতে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে

ঢাকা: মালির জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বর্তমানে মালিতে বাংলাদেশের ১ হাজার ৩১৮ জন শান্তিরক্ষী কর্মরত রয়েছেন।



বৃহস্পতিবার (২০ নভেম্বর) আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ নভেম্বর মালির রাজধানী বামাকোতে অবস্থিত পলিক্লিনিক পেস্তুরে কর্মরত স্থানীয় একজন নার্স ইবোলায় আক্রান্ত হয়ে মারা যান। এটি
ছিল মালিতে ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর দ্বিতীয় ঘটনা। এর আগে গত অক্টোবর মাসে এ রোগে আক্রান্ত হয়ে ২ বৎসরের একটি মেয়েশিশু মারা যায়। জানা যায়, দুটি ঘটনা সম্পূর্ণ আলাদা এবং পরষ্পর যোগসূত্রহীন।

আইএসপিআর জানায়,  বামাকোর পলিক্লিনিকটি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (মিনুসমা) মালিতে লেবেল-২ হাসপাতাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। হাসপাতালে ব্যক্তিগত অসুস্থতার কারণে চিকিৎসাধীন থাকায় অথবা চিকিৎসা নেয়ায় কোনো বাংলাদেশি শান্তিরক্ষীর এ পর্যন্ত ইবোলা ভাইরাসে আক্রান্ত হবার কোনো ঘটনা বা লক্ষণ এখন পর্যন্ত দেখা যায়নি।

‘তারা সকলেই এখন পর্যন্ত নিজ নিজ অবস্থানে নিরাপদে রয়েছেন’, জানায় আইএসপিআর।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।