ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

কুড়িগ্রামে ৩ দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
কুড়িগ্রামে ৩ দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী এলাকায় স্থানীয় দুস্থ রোগিদের জন্য তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়।



আশার জেলা ব্যবস্থাপক সৈয়দ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অতিথি ছিলেন-পাঁচগাছী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আমীর হোসেন বেপারি, আশার রংপুর জোনাল ম্যানেজার আবেদ আলী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-নাসিমুল ইসলাম, আবু তাহের ও হাফিজুর রহমান ও চিকিৎসক গোলামুন্নবী স্বপন প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় রোগীদের পিএলআইডি, টেসিস এলবো, মাসলোস্পজম, স্পনডাইলোসিস থিসিস, লো-ব্যাক পেইন, কেলকেনিয়াল সপার, আস্টিও সাইসিস, রিউমাটায়ড, আর্থ্রাইটিস, ফ্রোজেন শোল্ডার রোগের ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।