ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

গাইবান্ধায় ২৯ শিশু কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
গাইবান্ধায় ২৯ শিশু কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত

গাইবান্ধা: অব্যাহত শৈতপ্রবাহে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় গাইবান্ধা আধুনিক হাসপাতালে ২৯ শিশু কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে।

এর মধ্যে মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল পর্যন্ত নতুন করে ভর্তি হয়েছে সাতজন।



হাসপাতাল সূত্র জানায়,  গত এক সপ্তাহে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো-সদর উপজেলার কিশামত মালিবাড়ির সাব্বির (১১ মাস) ও লক্ষ্মীপুরের সিফাত (১৮ মাস)।  

গাইবান্ধা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আবু হানিফ বাংলানিউজকে জানান, শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় শীতজনিত রোগও ব‍ৃদ্ধি পেয়েছে। এর মধ্যে শিশুদের ডায়ারিয়ার প্রকোপ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।