ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বছরে ৫৪ হাজার শিশু কিডনি রোগে আক্রান্ত হয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
বছরে ৫৪ হাজার শিশু কিডনি রোগে আক্রান্ত হয়

ঢাকা: দেশে প্রতিবছর প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ কিডনি রোগে আক্রান্ত হয়। আক্রান্তদের মধ্যে উল্লেখযোগ্য অংশই শিশু ও নবজাতক।

বছরে প্রায় ৫৪ হাজার শিশু কিডনি রোগে আক্রান্ত হয়ে থাকে, যাদের অধিকাংশেরই বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে।

শনিবার(১৪ মার্চ’২০১৫) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে শিশুদের জটিল কিডনি রোগের লক্ষণ ও কিডনি প্রতিস্থাপন বিষয়ক এক সিম্পোজিয়ামে এ তথ্য তুলে ধরেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশে কিডনি রোগে আক্রান্ত হয়ে প্রতিবছর ৫০ হাজার মানুষ মারা যায়। এদের ৯০ শতাংশই যথোপযুক্ত চিকিৎসার অভাবেই মৃত্যুবরণ করে।

সিম্পোজিয়ামে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। বিশেষ অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক এমআর খান, বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. রুহুল আমিন মিয়া।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. গোলাম মঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. হাবিবুর রহমান।

সিম্পোজিয়ামে আরও বক্তব্য রাখেন ভারতের অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স-এর অধ্যাপক অরভিন্দ বাগ্গা, ভারতের সেন্ট জোনস মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক কিশোর ডি ফাডকে, যুক্তরাষ্ট্রের ওজি জনসন ভিএএমসি কলেজ অব মেডিসিনের অধ্যাপক নাসিমুল আহসান এবং ডা. রঞ্জিত রঞ্জন রায়।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মার্চ ১৪. ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।