ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

সোয়াইন ফ্লু ছড়ানোর আশঙ্কায় গরুর মাংস জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
সোয়াইন ফ্লু ছড়ানোর আশঙ্কায় গরুর মাংস জব্দ

দিনাজপুর: সোয়াইন ফ্লু ছড়ানোর আশঙ্কায় ভারত থেকে পাচার হয়ে আসা ২২০ কেজি গরুর মাংস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
 
শনিবার (১৪ মার্চ) সকালে দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্ত এলাকা থেকে এসব মাংস জব্দ করা হয়।

 
 
দাউদপুর বিজিবি ক্যাম্প কমান্ডার মকছেদ আলী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  
 
দিনাজপুর ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কোরবান আলী জানান, ভারতে ব্যাপক হারে সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়েছে। এতে, সীমান্তে বিজিবি সদস্যরা সার্বক্ষনিক কড়া টহল দিচ্ছে।
 
সকালে কয়েকজন চোরাকারবারী বস্তা বোঝাই করে ভারত থেকে গরুর মাংস নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাদের ধাওয়া দেয়। এতে, তারা মাংস ফেলে পালিয়ে যায়।
 
পরে, দুপরে জব্দকৃত মাংস ধ্বংস করতে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে বলে জানান লে. কর্নেল।  
 
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫      

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।