ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ডায়াবেটিক সচেতনতায় কাজ করছে নভো নরডিসক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫
ডায়াবেটিক সচেতনতায় কাজ করছে নভো নরডিসক ছবি: সায়মন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নভো নরডিসক সব ধরনের ডায়াবেটিক রোগীর ক্রয়-ক্ষমতার মধ্যেই ওষুধ সরবরাহ করছে। আর শুধু ব্যবসা নয় সামাজিক দায়বদ্ধতা থেকে ডায়াবেটিক সম্পর্কে সচেতনতা সৃষ্টিতেও কাজ করছে প্রতিষ্ঠানটি।



বুধবার (১৮ মার্চ) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট সুসানে স্ট্রমার এসব কথা বলেন।

ডেনমার্ক ভিত্তিক ওষুধ কোম্পানি নভো নরডিসক-এর কার্যক্রম তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সুসানে স্ট্রমার বলেন, নভো নরডিসক দীর্ঘ ৫০ বছর ধরে বাংলাদেশে ডায়াবেটিক রোগীর ইনসুলিনসহ বিভিন্ন ওষুধ বিপণন করে আসছে।

তিনি বলেন, আগামী মাসে (এপ্রিলে) বাংলাদেশের বাজারে ‘রাইজো ডেগ’ নামে নতুন প্রজন্মের অত্যাধুনিক একটি ইনসুলিন আসছে।

‘ ডায়াবেটিক সম্পর্কে দেশ জুড়ে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে,’ যোগ করেন সুসানে স্ট্রমার।

আন্তর্জাতিক ডায়াবেটিকস ফেডারেশনের তথ্য তুলে ধরে তিনি জানান, ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশে ডায়াবেটিক রোগীর সংখ্যা ৫৯ লাখ নির্ধারণ করা হয়েছে। এ হারে চলতে থাকলে ২০৩০ সালের মধ্যে এ সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে।

বাংলাদেশে ১২ টাকা থেকে শুরু করে ২ হাজার ৪৯০ টাকা পর্যন্ত দামে ইনসুলিন পাওয়া যাবে বলে জানান সুসানে স্ট্রমার।  

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে কোম্পানির কর্মকর্তা রাজন কুমার, ডা. মোহাম্মদ সাইফুল উপস্থিত ছিলেন।

বিশ্বের ৭৫টি দেশে ব্যবসা পরিচালনা নভো সরডিসক। বর্তমানে প্রায় ৪১ হাজার কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন প্রতিষ্ঠানটিতে।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।