ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ইপিআইয়ের নতুন দু’টি টিকা সম্পর্কে সুনামগঞ্জে অবহিতকরণ সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
ইপিআইয়ের নতুন দু’টি টিকা সম্পর্কে সুনামগঞ্জে অবহিতকরণ সভা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: সুনামগঞ্জে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) অন্তর্ভূক্ত নতুন দু’টি টিকা সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

টিকা দু’টি হচ্ছে, নিম্যুক্ক্যালকনজ্যুগ্রেড ভ্যাকসিন (পিভিসি) ও ইনএকটিভেটেড পোলিও ভ্যাকসিন (আইপিভি)।



স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ও স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ইপিআই কর্মসূচির আওতায় এবং সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের ব্যবস্থাপনায় এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জের সিভিল সার্জনের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর পৌনে দুইটা পর্যন্ত এ সভা চলে।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোজাম্মেল হক, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ড. মফছির মিয়া, অধ্যক্ষ শেরগুল আহমদ।

সিভিল সার্জন কার্যালয়ের কোল্ডচেইন টেকিনিশিয়ান ফজলুল করীমের পরিচালনায় অবহিতকরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন, দিরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশুতোষ দাষ।

উন্মোক্ত আলোচনায় আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি নূরুর রব চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা সুলতান আহমেদ, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক নজরুল ইসলাম, কেয়ার বাংলাদেশের শঙ্কুরাজ মজুমদার, শিক্ষক শামছুল হুদা প্রমুখ।

প্রজেক্টরের মাধ্যমে এ দু’টি টিকা ও ইপিআইয়ের বিভিন্ন দিক তুলে ধরেন সিলেট বিভাগীয় ইপিআই সমন্বয়কারী ডা. চিরঞ্জিত দাস।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।