ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

রাজবাড়ীতে যক্ষ্মা দিবসে র‌্যালি ও সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫
রাজবাড়ীতে যক্ষ্মা দিবসে র‌্যালি ও সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: ‘যক্ষ্মা খুঁজব‍ ঘরে ঘরে, সুস্থ করব চিকিৎসা করে’ স্লোগানে রাজবাড়ীতে বিশ্ব যক্ষ্মা দিবস ২০১৫ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টায় জেলা সিভিল সার্জন কার্যালয় ও ডেমিয়েন ফাউন্ডেশনের আয়োজনে সিভিল সার্জন কার্যালয় সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মাহাবুবুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার তাপতুন নাসরীন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এম এ হান্নান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রহিম বক্স, শিশু বিশেষজ্ঞ ডা. গোলাম ফারুখ, মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আবু সাঈফ।

সভা শেষে শহরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।