ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

মুক্তাগাছায় শিশুর অপুষ্টি রোধ বিষয়ক সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫
মুক্তাগাছায় শিশুর অপুষ্টি রোধ বিষয়ক সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় শিশুর অপুষ্টি রোধ বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার শহীদ হযরত আলী অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।



উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হারুন অর রশিদ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের  স্যোশাল কমিউনিকেটর ফর স্যোশাল চেঞ্জ আব্দুল্লাহ আল মামুন।

প্রবন্ধের ওপর আলোচনা করেন সেক্টর স্পেশালিষ্ট আশিকুর রহমান ও ব্র্যাক জেলা প্রতিনিধি ফারহানা মিল্কি।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলী আমজাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হেলেনা আক্তার, সমাজ সেবা কর্মকর্তা তাহমিনা নাসরিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।