ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

নালিতাবাড়ীতে ৩ কমিউনিটি ক্লিনিক উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৫
নালিতাবাড়ীতে ৩ কমিউনিটি ক্লিনিক উদ্বোধন

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তিন ইউনিয়নে তিনটি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করা হয়েছে।
 
বুধবার (০১ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত পর্যায়ক্রমে এ ক্লিনিকগুলো উদ্বোধন করেন শেরপুরের সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন।


 
ক্লিনিকগুলো হলো- রামচন্দ্রকুড়া ইউনিয়নের ফুলপুর কমিউনিটি ক্লিনিক, মরিচপুরান ইউনিয়নের গোজাকুড়া কমিউনিটি ক্লিনিক এবং যোগানিয়া ইউনিয়নের গেরামারা কমিউনিটি ক্লিনিক।
 
এসব ক্লিনিক উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, সংশ্লিষ্ট স্থানীয় ইউপি চেয়ারম্যান আমান উল্লাহ বাদশা, আইয়ুব আলী ও আনসার আলী, কমিউনিটি ক্লিনিকের জমিদাতা, সিসি কমিটির সভাপতি ও সেবাদানকারী সিএইচসিপিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।  
 
এ তিনটি ক্লিনিকসহ নালিতাবাড়ী উপজেলায় কমিউনিটি ক্লিনিকের সংখ্যা দাঁড়ালো ৩২টিতে।
 
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।