ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ঠাকুরগাঁওয়ে অটিজম সচেতনতা দিবসে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৫
ঠাকুরগাঁওয়ে অটিজম সচেতনতা দিবসে র‌্যালি

ঠাকুরগাঁও: অটিজম সচেতনতা থেকে সক্রিয়তা, একীভূত সমাজ গঠনে শুভ বারতা- এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২ এপ্রিল) জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও স্বেচ্ছাসেবী প্রতিবন্ধী সংস্থার যৌথ উদ্যোগে কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালি বের হয়।


 
র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এসময় সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস ও অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর আলম প্রধান বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।