ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

সহিসংসতায় দগ্ধদের চিকিৎসা দিতে জার্মান টিম ঢামেকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৫
সহিসংসতায় দগ্ধদের চিকিৎসা দিতে জার্মান টিম ঢামেকে ছবি : রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজনৈনিক সহিংসতায় দগ্ধ রোগীদের চিকিৎসা দিতে জার্মানি, হাঙ্গেরি ও নেদারল্যান্ডের ১০ জনের একটি চিকিৎসক টিম ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পৌঁছেছেন।

জার্মানিভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘ফর বাংলাদেশ অ্যাসোসিয়েশনের’ উদ্যোগেই তাদের বাংলাদেশে আসা।



শনিবার (০৪ এপ্রিল) দুপুর ১টায় ঢামেক বার্ন ইউনিটের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে এ ১০ চিকিৎসককে
পরিচয় করিয়ে দেয় ঢামেক কর্তৃপক্ষ।

পরিচয় পর্বের প্রথমে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢামেক বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

এ সময় সংসদ সদস্য অধ্যাপক হাবিবে মিল্লাত বলেন, বাংলাদেশে আন্দোলনের নামে রাজনৈতিক সহিংসতায় দগ্ধ হয়ে শতাধিক মানুষ মারা গেছেন। অনেকেই হাসপাতালে চিকিৎসধীন। এটা জেনে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশিরা উদ্বেগ ও সমবেদনা জানিয়েছেন। তাদের উদ্যোগেই এসব চিকিৎসকরা ঢামেকে এসেছেন।

হাবিবে মিল্লাত আরও বলেন, বিদেশি এসব চিকিৎসক নিজ খরচে বাংলাদেশে এসেছেন। তাদের হোটেল খরচও তারাই বহন করছেন। মানবিকতার কথা চিন্তা করেই তারা দগ্ধদের পাশে এসে দাঁড়িয়েছেন। এটা কোনো রাজনৈতিক বিষয় নয়।

ঢামেক বার্ন ইউনিটের পরিচালক প্রফেসর আবুল কালাম জানান, সহিংসতায় দগ্ধ রোগী ছাড়াও এ চিকিৎসকরা বার্ন ইউনিটে ভর্তি সব রোগীদের চিকিৎসা সেবা দেবেন।

রোববার (০৫ এপ্রিল) থেকে তারা বার্ন ইউনিটের তিনটি অপারেশন থিয়েটারে গুরুতর দগ্ধ রোগীদের অপারেশন ও প্লাস্টিক সার্জারি করবেন।

১২ এপ্রিল পর্যন্ত তারা ঢামেকে এ চিকিৎসা সেবা দেবেন বলে জানা যায়।

পরিচয় পর্বের সময় ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মিজানুর রহমান মিজান উপস্থিত ছিলেন।

এ মেডিকেল টিমের সদস্যদের মধ্যে রয়েছেন জার্মানির বিজিইউ হাসপাতালের বার্ন বিশেষজ্ঞ প্রফেসর হেঞ্জ হার্বাট হোমান, হাঙ্গেরির সিনিয়র প্লাস্টিক সার্জন ডা. গ্রেগ পাঠাকি, জার্মানির সেন্ট জোহান্স হাসপাতালের ডা. পিটার প্রিসেইলার, হাঙ্গেরির ডা. পিটার ভান্সকো, জার্মানির অগস্থা হাসপাতালের ডা.  মার্ক খেইমের, ডা. ইভা ভারগা, হল্যান্ডের ওপি, বার্ন প্রশিক্ষক গ্রিতা হেসেলিং ও মিস কারিলিনা হোয়েরনার।

তাদের সঙ্গে রয়েছেন ‘ফর বাংলাদেশ অ্যাসোসিয়েশনের’ প্রজেক্ট ম্যানেজার সহকারী সার্জন ও প্রকৌশলী হাসনাত মিয়া।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১‌৫

** দগ্ধদের চিকিৎসা দিতে আসছে জার্মান টিম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।