ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বান্দরবানে বিশ্ব স্বাস্থ্য দিবসে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
বান্দরবানে বিশ্ব স্বাস্থ্য দিবসে র‌্যালি

বান্দরবান: বান্দরবানে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  
 
মঙ্গলবার (০৭ এপ্রিল) সকাল ১০টার দিকে ঐতিহ্যবাহী রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।


 
র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।  
  
জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত র‌্যালিতে বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।
     
পরে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।   
  
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাজী মজিবর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।   
  
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বান্দরবান জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য, পার্বত্য জেলা পরিষদের সদস্য কাজী মজিবর রহমান, সিভিল সার্জন ডা. অনুপ দেওয়ান প্রমুখ।  

স্বাস্থ্য প্রকল্প, বিএইচডিসি-সিএইচটিডিএফ, ব্র্যাক, গ্রাউস, পিএইচডি, বিএনকেএস, সূর্যের হাসি ক্লিনিক, তৈমু, সিআইপআরবি, আইসিডিডিআরবি, হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন, লেপ্রসি মিশন, হিলভিউ হাসপাতাল, ইমানুয়েল মেডিকেল সেন্টারের সহযোগিতায় এসব কর্মসূচি পালিত হয়েছে।
  
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫  
এমজেড   
  
  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।