ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

শ্রীবরদীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

ডিস্ট্রিক্টকরেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
শ্রীবরদীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

শেরপুর: নিরাপদ পুষ্টিকর খাবার, সুস্থ্ জীবনের অঙ্গীকার -এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
 
মঙ্গলবার (০৭ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।


 
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীবরদী এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সূর্যের হাসি ক্লিনিক, র‌্যাসডো ও ব্র্যাকের আয়োজনে এ র‌্যালি বের হয়।
 
র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়।
 
র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনিছুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- শ্রীবরদী এডিপি ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন, ব্র্যাক স্বাস্থ্য প্রকল্প ম্যানেজার আব্দুর রেজ্জাক, র‌্যাসডো ম্যানেজার প্রীতিষ চন্দ্র শীল, সূর্যের হাসি ক্লিনিক ম্যানেজার গোলাম মোস্তফা ও মেডিকেল অফিসার ডা. সুলতান আহম্মেদ প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।