ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

চিকেন পক্স বা বসন্ত কী

ডা. মোহাম্মদ আনিসুর রহমান, বিভাগীয় সম্পাদক, স্বাস্থ্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
চিকেন পক্স বা বসন্ত কী

প্রকৃতির বসন্ত মানুষকে পুলকিত করে। কিন্তু শরীরে যখন বসন্ত রোগ হয় তখন মোটেই তা আনন্দকর কোন অনুভূতি নয়।



বসন্ত বা চিকেনপক্স কী
এটা ভেরিসেলা নামক একধরনের ভাইরাসজনিত রোগ। এতে শরীরের নানা জায়গায় চুলকানিসহ গোটা হয়ে থাকে।

কাদের এ রোগ হয়
বসন্ত সব বয়সী মানুষের হলেও ১৫ বছরের নীচে যাদের বয়স তারা সবচেয়ে বেশি আক্রান্ত হয়।

চিকেনপক্স কিভাবে হয়
এটা একধরনের ভাইরাস জনিত রোগ। ভেরিসেলা নামক এ ভাইরাস দ্রুত ছড়াতে সফল। এই জীবাণু বাতাসের মাধ্যমে ছড়িয়ে থাকে। আক্রান্ত ব্যক্তির হাচি কাশি থেকেও জীবাণু অন্য কারো মধ্যে ছড়িয়ে থাকে।
আক্রান্ত ব্যক্তির কাপড়, চোপড়ের সংস্পর্শে এলেও ভাইরাস শরীরে ঢুকতে পারে।
ভাইরাস শরীরে ঢুকার ১০-১২ দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পায়। এই জীবাণু একজন থেকে আরেকজনের মধ্যে পুরোপুরি সুস্থ্য না হওয়া পযর্ন্ত ছড়াতে পারে।

লক্ষণ
১. অস্বস্তি ও চুলকানিসহ পানিভর্তি ব্লিসটার।
২. প্রথমে মুখ পরে আস্তে আস্তে সারা শরিরে ছড়িয়ে পড়ে।
৩. জ্বর ও মাথাব্যথা হয়ে থাকে।
বসন্ত ৫-১০ দিন পযর্ন্ত স্থায়ী হয়। কখনও কখনও আরো বেশিদিন পযর্ন্ত থাকতে পারে।

বসন্ত ও গর্ভাবস্থা
গর্ভাবস্থায় কারো বসন্ত হলে সেটা বাচ্চার জন্য খুব মারাত্মক পরিণতি ডেকে নিয়ে আনতে পারে।
১. বাচ্চার মস্তিস্কের প্রদাহ
২. বাচ্চার চোখ ক্ষতিগ্রস্থ হতে পারে।
৩. চর্মরোগ হতে পারে।

বসন্ত প্রতিরোধের উপায়
১. আক্রান্ত ব্যক্তিকে আলাদা করে রাখতে হবে।
২. বসন্ত প্রতিরোধের জন্য ভেকসিন দেওয়া যেতে পারে। প্রথম ইনজেকশন দেবার ৫ বছর পর আরেকটা ইনজেকশন দিতে হবে।

চিকিৎসা
১. লক্ষণ প্রশমিত করন।
২. আক্রান্ত ব্যক্তিকে বাড়িতে বা হাসপাতালের পৃথক জায়গায় রাখতে হবে। শিশুকে স্কুলে পাঠানো যাবে না।
৩. ক্যালামিনজাতীয় লোসন দিতে পারেন। এতে চুলকানি কম হবে।
৪. জ্বর ও ব্যথার জন্য প্যারসিটামল জাতীয় ঔষধ দিতে পারেন।
৫. এন্টি হিসটামিন যেমন এলাট্টল জাতীয় ঔষধ খেতে পারেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।