ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বাগমারায় সালেহা মেডিকেলের উদ্যোগে বিনামূল্যে চক্ষুশিবির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
বাগমারায় সালেহা মেডিকেলের উদ্যোগে বিনামূল্যে চক্ষুশিবির

রাজশাহী: রাজশাহীর বাগমারায় সালেহা ইমারত মেডিকেল সেন্টারের উদ্যোগে শনিবার (১১ এপ্রিল) বিনামূল্যে চক্ষুশিবিরের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।



আয়োজক পক্ষ জানিয়েছে, শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চোখে ছানি পড়া রোগী অপারেশনের জন্য বাছাই করা হবে। পরে নির্বাচিত রোগীদের বিনামূল্যে কৃত্রিম লেন্স সংযোজন এবং অন্য রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ব্যবস্থাপত্র দেওয়া হবে।

এদিন যথাসময়ে সালেহা ইমারত মেডিকেল সেন্টারে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

এনামুল হকের ব্যক্তিগত সহকারী জিল্লুর রহমান জানান, এজন্য রোগীদের আগে নিবন্ধনের প্রয়োজন নেই। দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি আই হাসপাতালের বিশেষজ্ঞরা চিকিৎসা চক্ষুশিবিরে সেবা দেবেন। রোগীদের যাবতীয় খরচ সালেহা ইমারত মেডিকেল সেন্টার বহন করবে।

সালেহা ইমারত ফাউন্ডেশন প্রতি বছর বিনামূল্যে চক্ষুশিবিরের আয়োজন করে আসছে।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
এসএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।