ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

সংঘর্ষের জেরে বন্ধ রমেক, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
সংঘর্ষের জেরে বন্ধ রমেক, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

রংপুর: বুধবার ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে রংপুর মেডিকেল কলেজ (রমেক)।

দুপুরে রমেকের একাডেমি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী এ ঘোষণা দেন কলেজের অধ্যক্ষ ডা. আব্দুর রউফ।


 
এছাড়া বিকেল ৩টার মধ্যে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

সংঘর্ষের ঘটনায় রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি শহীদ সহ অন্তত ১০ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষ চলাকালে ৪টি কক্ষ ভাংচুর ও ল্যাপটপ সহ মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে রমেক ছাত্রলীগের রফিক ও ফেরদৌস গ্রুপের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি ঘটে। পরে বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসা করে নেন তারা।

সকালে এর জের ধরে ছাত্রলীগের বহিষ্কৃত নেতা সরোয়ারের নেতৃত্বে একদল ছাত্রলীগ কর্মী রমেকের ডা. মুক্তা ছাত্রাবাসে হামলা চালালে ১০ ছাত্র লীগ নেতাকর্মী আহত হয়।

এদের মধ্যে রমেক ছাত্রলীগ সভাপতি শহীদুজ্জামান শহীদ, তার ছোট ভাই আসাদ ও ছাত্রলীগ নেতা আসিফ ফেরদৌসকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সংঘর্ষ চলাকালে ওই ছাত্রাবাসের ৩৭, ৩৮, ৩৯ ও ৪০ নং কক্ষ ভাংচুর করে ল্যাপটপ সহ অন্যান্য মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার পর সম্ভাব্য গোলযোগের আশংকায় কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, এপ্রিল ১৫,২০১৫
আরআই

** অনির্দিষ্টকালের জন্য বন্ধ রংপুর মেডিকেল কলেজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।