ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বদরগঞ্জে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
বদরগঞ্জে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সংগৃহীত

রংপুর (বদরগঞ্জ): রংপুরের বদরগঞ্জ উপজেলায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।



উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদফতরের আয়োজনে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নারায়ণ চন্দ্র সরকার।

এতে বক্তব্য রাখেন-ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলতাফ হোসেন, আজিজুল হক সরকার, মেডিকেল কর্মকর্তা ডা. হেমন্ত রায় চৌধুরী, এনজিও ব্র্যাকের উপজেলা ম্যানেজার সেলিম শাহ, ল্যাম্বের মি. মুকুলসহ স্থানীয় স্বাস্থ্যকর্মীরা।
 
২৫ এপ্রিল ছয় মাস বয়স থেকে ৫৯ মাস বয়সের ৫০ হাজার শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ কারণে পৌর এলাকাসহ উপজেলার ১০ ইউনিয়নে ২৪০টি কেন্দ্র খোলার পাশাপাশি পাঁচটি ভাসমান কেন্দ্র খোলার পরিকল্পনা গ্রহণ করেছে স্থানীয় স্বাস্থ্য অধিদফতর।  

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।