ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে কমিউনিটি ক্লিনিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, মে ৩০, ২০১৫
প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে কমিউনিটি ক্লিনিক

সিরাজগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কমিউনিটি ক্লিনিকগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে। গ্রামের হতদরিদ্র নিম্ন আয়ের মানুষগুলোর কথা বিবেচনা করে আওয়ামী লীগ সরকার কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছে।

প্রত্যেক এলাকায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দায়িত্ব ক্লিনিকে কর্মরত সবার।
 
শনিবার (৩০ মে) বিকেলে শহরের শহীদ এম মনুসর আলী অডিটোরিয়ামে জেলার শ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে আবারো কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেবে। এখানে কর্মরত সবাইকে চাকরিচ্যুত করবে। তাদের চাকরি স্থায়ী করতে ক্লিনিকগুলো জাতীয়করণ করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বিএনপির উদ্দেশে বলেন, আন্দোলনের নামে যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে তারা শকুন, তারা কখনো মানুষ হতে পারে না। পেট্রোল বোমা মেরে মানুষ হত্যাকারীরা আর কোনদিন ক্ষমতায় আসতে পারবে না।  
 
সিভিল সার্জন ডা. শামসুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সংসদ সদস্য অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না, সংসদ সদস্য আব্দুল মজিদ মন্ডল, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, স্বাস্থ্য বিভাগের পরিচালক অধ্যাপক ডা. সামিউল ইসলাম সাদী, রাজশাহী বিভাগীয় পরিচালক ডা. হেদায়েতুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তন্ময় দাস ও সিএইচসিপি ইমাম হাসান প্রমুখ।
 
এর আগে, সকালে  জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মোহাম্মদ নাসিম বলেন, মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে যারা মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছে তাদের ছাড় দেওয়া হবে না। আইনের চোখ এড়িয়ে যারা এ অমানবিক কাজ করেছে তাদের আটক করে আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, মে ৩০, ২০১৫     
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।