ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

যশোরে অটিজম বিষয়ে তিন দিনব্যাপী কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, জুন ৪, ২০১৫
যশোরে অটিজম বিষয়ে তিন দিনব্যাপী কর্মশালা

যশোর: যশোরে অটিজম ও স্নায়ু বিষয়ে তিন দিনব্যাপী কর্মশালা উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জুন) দুপুরে যশোর টিচার্স ট্রেনিং কলেজে এ কর্মশালার উদ্বোধন করেন, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান।



ঢাকার ন্যাশনাল একাডেমি ফর অটিজম নিউরো ডেভেলপ সেন্টারের উদ্যোগে এ কর্মশালায় দুইশ’ শিক্ষক অংশ নিচ্ছেন।

দেশের উন্নয়নের লক্ষ্যে প্রতিবন্ধীদের অবহেলা করা যাবেনা, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সে লক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

যশোর টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর নিখিল কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রকল্প পরিচালক সালমা বেগম ও যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর।

এ কর্মশালায় বক্তব্য রাখেন- শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুকুমার বিশ্বাস, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মজিদ, যশোর এম এম কলেজের অধ্যক্ষ প্রফেসর নমিতা রানী বিশ্বাস, সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তোয়াব মোহাম্মদ হাসান ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।