ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

নার্সকে পিটুনি, বরিশাল মেডিকেলের জরুরি বিভাগ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, জুন ৯, ২০১৫
নার্সকে পিটুনি, বরিশাল মেডিকেলের জরুরি বিভাগ বন্ধ

বরিশাল: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মোস্তাফিজুর রহমান নামে এক স্টাফ নার্সকে মারধর করেছে রোগীর স্বজনরা। এতে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা বন্ধ রেখেছে ব্রাদাররা।



মঙ্গলবার (০৯ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে মারধরের ঘটনা ঘটে।

এর প্রতিবাদে জরুরি বিভাগে চিকিৎসা বন্ধের পাশাপাশি মিছিল করছে হাসপাতালের স্টাফ নার্সরা।

এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

বরিশাল কোতোয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনির আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জুন ০৯, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।