ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

রক্ত দিলেন নারী এমপি কেয়া চৌধুরী

স্টাফে করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
রক্ত দিলেন নারী এমপি কেয়া চৌধুরী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: রক্তদাতার খাতায় নাম লেখালেন হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। এখন থেকে প্রতি তিন মাস পরপর রক্ত দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।


 
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রোববার (১৪ জুন) দুপুরে সিলেট রেডক্রিসেন্ট কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতার পর তিনি রক্তদান করেন।
 
প্রতিটি মানুষকে রক্ত দেওয়ার আহ্বান জানিয়ে সভায় কেয়া চৌধুরী বলেন, প্রতিদিন সুস্থ রক্তের চাহিদা মেটাতে প্রয়োজন তাৎক্ষণিক সহায়তা। রক্তদানের মাধ্যমে আমরা বহু জীবন রক্ষা করতে পারি।

তিনি বলেন, মানবতার সেবার অবদান আপনাকে দেবে পরিতৃপ্তি। এজন্য তিনি নিজেও প্রতি তিন মাস পরপর সিলেট রেডক্রিসেন্টে রক্ত দেওয়ার প্রতিশ্রুতি দেন।

সভা শেষে স্বেচ্ছায় রক্ত দেন এ এমপি।

রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মনসুজ্জামান চৌধুরী বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, সোয়েব আহমদ, হাফিজ রুমেল চৌধুরী প্রমুখ।

সভা শেষে রক্তদাতা ও সংগঠকদের হাতে সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেয়া চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এনইউ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।