ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

মোবাইলে অর্থোপেডিক সেবার তথ্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
মোবাইলে অর্থোপেডিক সেবার তথ্য

ঢাকা: অর্থোপেডিক সমস্যায় রোগীদের চিকিৎসা সম্পর্কে সার্বিক তথ্য দেবেন অ্যাপোলো হাসপাতাল চেন্নাই’র বিশেষজ্ঞ চিকিৎসকরা। যৌথভাবে এ সেবার ব্যবস্থা করছে অ্যাপোলো হাসপাতাল চেন্নাই ও ক্যানযাপ কনসালটেশন।


 
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
 
শুক্রবার (১৯ জুন) বিকেল ৩টা থেকে ইফতারির আগ পর্যন্ত এ বিষয়ে হোটেল সোনারগাঁওয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে।
 
সংবাদ সম্মেলনে বলা হয়, অর্থোপেডিক সমস্যায় রোগীদের মোবাইলে সেবা দেওয়ার উদ্দেশ্যে ‘অ্যাপোলো অর্থো হেলপ লাইন’ চালু করা হবে। এ হেলপ লাইনের মাধ্যমে রোগীরা কি ধরনের সমস্যায় আছেন, কিভাবে চিকিৎসা পেতে পারেন এসব তথ্যসহ সব ধরনের তথ্য দেওয়া হবে।
 
এরপর রোগীরা তাদের ইচ্ছে অনুযায়ী বাংলাদেশে, ভারতে অথবা অন্য যেকোনো দেশে চিকিৎসা নিতে পারবেন।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাপোলো হাসপাতাল চেন্নাই’র চিকিৎসক জিতু জোশ, ক্যানযাপ’র চিফ টেকনিক্যাল অফিসার শফিক, মাইন্ডশেয়ার গ্লোবাল কনসালট্যান্সি প্রাইভেট লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ সুরাইয়া হাওলাদার প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।