ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

রাজশাহীতে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসার রেড কার্ড বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
রাজশাহীতে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসার রেড কার্ড বিতরণ

রাজশাহী: রাজশাহী মহানগরের দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও ওষুধ সরবরাহের লক্ষ্যে ১০টি ওয়ার্ডে রেড কার্ড বিতরণ শুরু করেছে রাজশাহী সিটি করপোরেশন।

সোমবার (২৯ জুন) আনুষ্ঠানিকভাবে দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম ১, ২, ৩, ১২, ১৩, ১৪, ১৫, ১৮, ১৯ ও ২০ নং ওয়ার্ডের দরিদ্রদের মধ্যে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসার রেড কার্ড তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।



আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট পি-১ এর আওতায় উপরোক্ত ১০টি ওয়ার্ডের ১০ হাজার ৬শ’ ৪৬ জন হতদরিদ্র পরিবারকে এ কর্মসূচির আওতায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হবে। প্রকল্প বাস্তবায়নের কাজ করছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার্স (রিক)।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, আমরা সবাই মানবতার সেবায় নিয়োজিত। মহান আল্লাহতায়ালার কৃপায় আমরা এ সেবায় নিয়োজিত হওয়ার সুযোগ পেয়েছি। তাই যথাযথভাবে সেবা দিতে আমাদের সচেতন থাকতে হবে। যেন কোনোভাবেই অনিয়ম না হয়।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের সচিব সৈয়দা জেবিননিছা সুলতানা।

বক্তব্য উপস্থাপন করেন ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ মুস্তাক হোসেন রতন, রিকের প্রকল্প ব্যবস্থাপক কায়সার পারভেজ আশরাফী। এছাড়া রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলর, রিকের কর্মচারি, লাল কার্ডধারী সেবাগ্রহিতাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
এসএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।