ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বিশ্ব হেপাটাইটস দিবস উপলক্ষে আলোচনা সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
বিশ্ব হেপাটাইটস দিবস উপলক্ষে আলোচনা সভা ছবি: সংগৃহীত

ঢাকা: ‘বিশ্ব হেপাটাইটিস দিবস-২০১৫’ উপলক্ষে রাজধানীতে আলোচনা সভার আয়োজন করে হেপাটোলজি সোসাইটি, ঢাকা, বাংলাদেশ।

মঙ্গলবার (২৮ জুলাই) আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করা হয়।



এ আলোচনা সভার মূল উদ্দেশ্য ছিল- হেপাটাইটিস ভাইরাস প্রতিরোধ এবং মানুষের মধ্যে লিভার রোগের প্রকোপ রোধ ও গণসচেতনতা বৃদ্ধি।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় অধ্যাপক এবং ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ অ্যান্ড শিশু হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ও চেয়ারম্যান এম আর খান।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন হেপাটোলজি সোসাইটি, ঢাকা, বাংলাদেশের  সভাপতি অধ্যাপক মবিন খান।
অনুষ্ঠানে হেপাটোলজি সোসাইটি, ঢাকা, বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- এর সহ-সভাপতি অধ্যাপক এ.কে.এম. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক ডা. মো. মোতাহার হোসেন প্রমুখ।

আলোচনা সভায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- ল্যাবএইড হাসপাতালের চিফ অপারেটিং অফিসার (সি ও ও) আল-এমরান চৌধুরী।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
বিজ্ঞপ্তি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।