ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

মেডিকেলে ‘ক্যারি অন সিস্টেম’ পুনর্বহালের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
মেডিকেলে ‘ক্যারি অন সিস্টেম’ পুনর্বহালের দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: ‘ক্যারি অন সিস্টেম’ পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ও টিএমএসএস মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীরা।

শনিবার (০১ আগস্ট) সকালে শজিমেক-এর সামনে এই মানববন্ধন কমসূচি পালিত হয়।

এ সময় বেশ কিছুক্ষণ মহাসড়ক অবরোধ করে রাখেন ছাত্র-ছাত্রীরা।  

কর্মসূচিতে দুই মেডিকেল কলেজের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী বৃষ্টিতে ভিজেই কমসূচিতে অংশ নেন।

এ সময় মেডিকেল কলেজের শিক্ষার্থী শুভাশীষ সরকার, জাহিন, দীপ, রোকন, অর্পণ, অনুরুদ্ধ, রোদশী প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৫
এমবিএইচ/এমএ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।