ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ঢাকায় এইডস প্রতিরোধে আন্তর্জাতিক সম্মেলন ২০ নভেম্বর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫
ঢাকায় এইডস প্রতিরোধে আন্তর্জাতিক সম্মেলন ২০ নভেম্বর

ঢাকা: এইডস প্রতিরোধে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে নিয়ে আগামী ২০ নভেম্বর থেকে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলন।

‘ইন্টারন্যাশনাল কনফারেন্স এইডস ফর এশিয়া প্যাসিফিক’ নামে ঢাকায় অনুষ্ঠিতব্য চারদিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।



সোমবার (৩ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসেন ভুইঞা এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ সাচিব জানান, আগামী ২০ থেকে ২৩ নভেম্বর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে নিয়ে বাংলাদেশে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে ২৬ দেশের ৪ হাজার প্রতিনিধি অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫
এসএমএ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।