ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বিষন্নতা কী এবং কেন?

ডা. মোহাম্মদ আনিসুর রহমান, বিভাগীয় সম্পাদক, স্বাস্থ্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
বিষন্নতা কী এবং কেন?

যে সমস্ত মানসিক সমস্যায় আমরা আক্রান্ত হই তার মধ্যে বিষন্নতা বা ডিপ্রেশন সবচেয়ে কমন।

বিষন্নতা কী
দুঃখ দুঃখ ভাব বা কোন কিছুতে মজা বা আনন্দ না পাওয়ার যে অবস্থা সহজভাবে বললে তাই বিষন্নতা।

সব মানুষেই কোন না কোন সময় বিষন্নতায় আক্রান্ত হয়। কিন্তু সেটাই যদি দীর্ঘদিন থেকে অবস্থান করে তবে তা চিন্তার কারণ। এ ধরনের অবস্থাকে বলে ক্লিনিক্যাল ডিপ্রেশন। যারা ক্লিনিক্যাল ডিপ্রেশনে এ আক্রান্ত তাদের দৈনদিন স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়, এর ফলে তাদের চারপাশের আত্মীয়স্বজন ও বন্ধ-বান্ধব ক্ষতিগ্রস্থ বা ভোগান্তির মধ্যে পরে।

ডিপ্রেশন কেন হয়
কেউ নিশ্চিতভাবে বলতে পারে না কেন বিষন্নতা হয়। তবে কতগুলো কারণকে এর পিছনে দায়ী বলা যেতে পরে
ছোটবেলা থেকে কেউ যদি অবহেলা বা তাচ্ছিল্যের মধ্যে বড় হয়।
মাতা-পিতা বা আত্মীয়স্বজন দ্বারা যদি সে অসম ব্যবহার পেয়ে থাকে।
শারীরিক ও যৌন-নিপীড়নে আক্রান্ত হলে।
সন্তান জন্মদানকালীন সময়ে ।
মহিলাদের মেনোপোজ হয়ে গেলে।
চাকুরিতে সমস্যা থাকলে।
প্রেমে ব্যর্থ হলে।
মারাত্মক শারিরীক রোগ চিহ্নিত হবার পর।
সামাজিক ভাবে কেউ যদি আলাদা থাকে।

ডিপ্রেশনের লক্ষণ
ডিপ্রেশন সবসময় একইরকম লক্ষণ নিয়ে সব জায়গায় সব অক্রান্ত মানুষের মধ্যে থাকে না।
লক্ষণ কতটা মারাত্বক ও ক্ষতিকর তা ব্যাক্তি বিশেষের উপর নির্ভর করে।
সবসময় দুঃখের অনুভব, চিন্তাযুক্ত থাকা।
সবসময় নেগেটিভ ভাবে সব কিছু নেয়া।
আক্রান্ত ব্যক্তি কোন আশা দেখতে পারে না।
অল্পতেই রেগে যাওয়া।
যৌন ইচ্ছা কমে যাওয়া।
অবসাদ ও দুর্বল লাগা।
শখের ও ভাললাগার কাজ করতেও ভাল না লাগা।

বাংলাদেশ সময় : ১৬০২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।