ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

দিনাজপুরে শিশুর সফল ওপেন হার্ট সার্জারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
দিনাজপুরে শিশুর সফল ওপেন হার্ট সার্জারি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর: দিনাজপুরে নাদিয়া আফরোজ আনিসা (৯) নামে এক শিশুর ওপেন হার্ট সার্জারির মাধ্যমে হৃদপিণ্ডের ছিদ্র (এএসডি) সফলভাবে মেরামত সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট চিকিৎসক জানিয়েছেন, ঢাকার বাইরে এটিই প্রথম সফল ওপেন হার্ট সার্জারি।

 

সোমবার (২৪ আগস্ট) জেলার জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়।

আনিসা পার্বতীপুর উপজেলার রায়পুর গ্রামের নাবিউল ইসলামের মেয়ে।

হাসপাতাল সূত্র জানায়, জন্মগতভাবে হৃদরোগের সমস্যায় ভুগছিলো আনিসা। তার হৃদপিণ্ডের ভাল্বে একটি ছিদ্র থাকায় হৃদরোগ দ্রুত ধরা পড়ে।

সার্জারির আগে বিভিন্ন জায়গায় পরীক্ষা নিরীক্ষা করে দিনাজপুর পরমাণু চিকিৎসাকেন্দ্রের পরিচালক ডা. বিকে বোস শিশুটিকে জিয়া হার্ট ফাউন্ডেশনের চিফ কার্ডিয়াক সার্জন ডা. ফয়েজুল ইসলামের কাছে পাঠান।

ডা. ফয়েজুল ইসলাম বাংলানিউজকে জানান, এই রোগটি জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যেকোন সময় ধরা পড়তে পারে। কিন্তু আনিসার জন্মগতভাবে হার্টে একটি বড় ধরনের ছিদ্র ছিল। যার কারণে তার বয়স বৃদ্ধি ও উচ্চতার সঙ্গে ওজন বাড়েনি। শারীরিক গঠন সঠিকভাবে না হওয়ায় রোগটি দ্রুত ধরা পড়ে।

এ ধরনের রোগের অপারেশন ঢাকার বাইরে এই প্রথম দিনাজপুরে করা সম্ভব হয়েছে বলে তিনি বাংলানিউজের কাছে দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।