ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বারডেম এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের নির্বাচন শুক্রবার

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
বারডেম এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের নির্বাচন শুক্রবার

ঢাকা: রাজধানীর বারডেম হাসপাতালের এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব ডায়াবেটিকের দ্বিবার্ষিক নির্বাচন শুক্রবার (২৮ আগস্ট)। সকালে ভোটগ্রহণের মধ্য দিয়ে শুরু হবে নির্বাচন।

বিকেলে ভোটগ্রহণ শেষে গণনার পর ঘোষণা করা হবে ফলাফল।

এবারের নির্বাচনে ভোটার সংখ্যা এক হাজার ৭৫৫ জন। ৩৩ সদস্যবিশিষ্ট কমিটির সবগুলো পদে চারটি প্যানেলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবার চারটি প্যানেলের প্রধান দুই পদের প্রার্থীরা হলেন আশীষ-এনামূল প্যানেলে ডা. আশীষ কুমার চক্রবর্তী সভাপতি ও এনামূল হক বিশ্বাস সাধারণ সম্পাদক, ইমরান-ওয়াশিকুর প্যানেলে ইমরান হোসেন সভাপতি ও ওয়াশিকুর রহমান সাধারণ সম্পাদক, কবিরুল-রাহেলা প্যানেলে কবিরুল আলম সভাপতি ও রাহেলা খানম সাধারণ সম্পাদক এবং খেলাফত-শরীফুল প্যানেলে খেলাফত হোসেন বেগ সভাপতি ও শরীফুল ইসলাম সাধারণ সম্পাদক।

বাংলাদেশ সময়: ০৬৫৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
এসএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।