ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

অস্বচ্ছল রোগীদের সহায়তায় চন্দনাইশে ফ্রি চক্ষুশিবির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
অস্বচ্ছল রোগীদের সহায়তায় চন্দনাইশে ফ্রি চক্ষুশিবির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অ্যাডভোকেট বদিউল আলম জেবুন্নেছা বেগম ট্রাস্ট’র পৃষ্ঠপোষকতায় গত ২৭ সেপ্টেম্বর চট্টগ্রামের চন্দনাইশে অনুষ্ঠিত হলো ফ্রি চক্ষুশিবির।

চন্দনাইশের জোয়ারা ইউনিয়নের ফতেনগর শরীফুন্নেছা নজিরউদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ে আর্থিকভাবে অস্বচ্ছল রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান ও ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়।



এ সময় সহস্রাধিক চক্ষু রোগীকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে ১০০ জনকে বিনামূল্যে সার্জারিসহ পরবর্তী চিকিৎসা দেওয়া হবে।

সেবা প্রদানে সহযোগিতায় ছিলো শেভরন আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। উদ্যোগের উদ্বোধন করেন সাবেক সচিব ডা. কে এম ফরিদ উদ্দিন।

সমিতির সভাপতি আব্দুল কৈয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি, পৃষ্ঠপোষক অতিথি হিসেবে ছিলেন অ্যাডভোকেট বদিউল আলম জেবুন্নেছা বেগম ট্রাস্ট’র সম্মানিত ট্রাস্টি ও টপ অব মাইন্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর সালমা আদিল, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বিশিষ্ট সমাজসেবক জসিম উদ্দিন চৌধুরী মন্টু, বিশিষ্ট চক্ষু সার্জন ও সমিতির সাবেক সভাপতি ডা. শাহাদাৎ হোসেন, ডেপুটি সিভিল সার্জন ও চক্ষু বিশেষজ্ঞ ডা. এম ওয়াজেদ অভি, আবু তাহের চৌধুরী, ট্রাস্টি অধ্যাপক আযম খান, ট্রাস্টি সম্পাদক বাবর আলী ইনু, সিনিয়র সহ-সভাপতি মাকসুদুর রহমান, আবদুল নবী খান, মাহবুবুর রহমান, আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়:১০৫০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।