ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

মেহেরপুরে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’র উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
মেহেরপুরে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’র উদ্বোধন

মেহেরপুর: মেহেরপুরে শিশুদের কৃমিনাশক ওষুধ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকাল ১১টার দিকে মেহেরপুর এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে শিশুদেরকে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর মধ্যে দিয়ে এর উদ্বোধন করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মিজানুর রহমান।



এসময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকা ও সম্পসারিত টিকা দান কর্মসূচি (ইপিআই) সুপার আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, জেলার ৫ থেকে ১২ বছর বয়সী ৮৫ হাজার শিশুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।