ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

‘গরিব মানুষকে কম খরচে স্বাস্থ্যসেবা দিন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
‘গরিব মানুষকে কম খরচে স্বাস্থ্যসেবা দিন’ ছবি : শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের গরিব মানুষের কম খরচে চিকিৎসা সেবা দিতে সার্ক অ্যাকাডেমি অব সাইটো অ্যান্ড হিসটোপ্যাথলজির (সাচ) প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার (০৩ অক্টোবর) বিকেলে সাচে’র উদ্যোগে আয়োজিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।



সাচের উদ্দেশ্য স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার গরিবসহ প্রত্যন্ত অঞ্চলের মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। আশা করি আপনারাও এসব মানুষ যাতে কম খরচে উন্নত স্বাস্থ্যসেবা পান সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এ সেমিনারের সভাপতিত্ব করেন সাচ-এর সভাপতি অধ্যাপক শহীদ পারভেজ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন- প্রফেসর দ্বীন মোহাম্মদ নুরূল হক, মেজর জেনারেল রবিউল হোসাইন, মেজর জেনারেল দেবাশীষ সাহা, অ্যাকাডেমির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এসইউজে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।