ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ময়মনসিংহে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
ময়মনসিংহে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহ শহরের ব্রাক্ষপল্লী ও ভাটিকাশর এলাকার তিনটি ক্লিনিক এবং ডায়াগনোস্টিক সেন্টারকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (০৪ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিনুল হাসান এ জরিমানা করেন।



মহিনুল হাসান বাংলানিউজকে জানান, শহরের ব্রাক্ষপল্লী এলাকার ফাস্ট ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড প্রাইভেট হাসপাতালের লাইসেন্স না থাকায় তাদেরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শহরের ভাটিকাশর এলাকার রোকেয়া হাসপাতালের (প্রা:) অপারেশন থিয়েটারের লাইট নষ্ট ও মূল্য তালিকা চার্ট না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই এলাকার শাওন ডায়াগনস্টিক সেন্টারে সেবার মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

মানহীন এসব ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান মহিনুল হাসান।

চলতি বছরের জুনে শহরের চরপাড়া, ভাটিকাশরসহ বিভিন্ন এলাকার নামসর্বস্ব ও নিম্নমানের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে বাণিজ্য ও অনিয়মের নানা দিক নিয়ে ‘চিকিৎসার নামে অপচিকিৎসা’ শিরোনামে ৬ পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয় বাংলানিউজে।

বাংলাদেশ সময়: ০২১৭ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।