ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

চিকিৎসকদের ফাঁকিবাজির সুযোগ নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
চিকিৎসকদের ফাঁকিবাজির সুযোগ নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, চিকিৎসা সেবা একটি মহৎ পেশা। এ পেশায় ভুল করলে রোগীর মৃত্যু হতে পারে।

তাই চিকিৎসকদের ফাঁকিবাজির কোনো সুযোগ নেই। সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ পরিদর্শন শেষে শিক্ষক ও ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার চিকিৎসা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। একসঙ্গে ৬ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। একই দিনে পাঁচটি মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়েছে। যা বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা। কমিউনিটি ক্লিনিক স্থাপন করে তৃণমূলের চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে।

শহীদ এম মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মন্ত্রী পত্নী বেগম লায়লা আরজুমান্দ আরা বেগম, জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. দেবপদ রায়, সিরাজগঞ্জ বিএমএ সভাপতি ডা. জহুরুল হক রাজা, স্বাচিপের সভাপতি ডা. আব্দুর রাজ্জাক আলম ও কলেজের ছাত্রী উলফাত আরা তামান্না প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।