ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

মুন্সীগঞ্জে বসুন্ধরা-আদ্-দ্বীন হাসপাতালের বিনামূল্যে চিকিৎসা সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
মুন্সীগঞ্জে বসুন্ধরা-আদ্-দ্বীন হাসপাতালের বিনামূল্যে চিকিৎসা সম্পন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়া এলাকায় বসুন্ধরা- আদ্-দ্বীন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সহায়তায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবার মাধ্যমে দরিদ্র সহস্রাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও তাদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।



দিনব্যাপী এ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন-মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শহিদুল ইসলাম, বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওয়াহিদা হাসিন, চক্ষু বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. রুহুল আমিন, এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান আসাদুজ্জামান কাঞ্চন, এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর-১ এপেক্সিয়ান মঈন চৌধুরী, এপেক্স ক্লাব মুন্সীগঞ্জের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লাবলু মোল্লা, এপেক্সিয়ান মাসুদ পারভেজ ঈমন, এপেক্সিয়ান অ্যাডভোকেট আই কে জসিম, এপেক্সিয়ান আনোয়ার হোসেন, এপেক্সিয়ান মকবুল হোসেন প্রমুখ।

১৯৭০ সালের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের তৎকালীন কোষাধ্যক্ষ অধ্যাপক হামিদুর রহমান এবং সে সময়কার মুক্তিযোদ্ধা সাব-কমান্ডের জাতীয় সদস্য ফ্লাইট লে. জামাল উদ্দিন চৌধুরী স্মরণে বসুন্ধরা গ্রুপের সহায়তায় এপেক্স ক্লাব মুন্সীগঞ্জের আয়োজনে এ চিকিৎসা সেবা দেওয়া হয়।

দিনব্যাপী ফ্রি এ চিকিৎসা সেবায় বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিভিন্ন ধরনের রোগাক্রান্ত সহস্রাধিক দরিদ্র নারী-পুরুষ ও শিশুদের চিকিৎসা দেন।

বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওয়াহিদা হাসিন, হাসপাতাল ব্যবস্থাপক মো. তৈয়বুর রহমান, চক্ষু বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. রুহুল আমিন, চক্ষু বিভাগের মেডিকেল অফিসার ডা. সাফায়েত জামিল, শিশু বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. ইউছুফ হীরা, মেডিসিন বিভাগের মেডিকেল অফিসার ডা. এ কে এম সাইফুজ্জামান, গাইনি বিভাগের মেডিকেল অফিসার ডা. শারমিন।

এছাড়া চক্ষু রিফ্রাকশনিস্ট মো. ছিদ্দিকুর রহমান সুমনের তত্ত্বাবধানে দরিদ্র রোগীদের বিনামূল্যে এ চিকিৎসা সেবা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
আরএ

** মুন্সীগঞ্জে বসুন্ধরা আদ্-দ্বীন হাসপাতালের বিনামূল্যে চিকিৎসা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।