ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বাংলাদেশ ইউনিভার্সিটিতে বুধবার বিনামূল্যে স্বাস্থ্যসেবা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
বাংলাদেশ ইউনিভার্সিটিতে বুধবার বিনামূল্যে স্বাস্থ্যসেবা

ঢাকা: বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) ফার্মেসি বিভাগের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য সেবার আয়োজন করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস মোহাম্মাদপুরের আদাবরে ‘বিনা মূল্যে স্বাস্থ্য সেবা প্রদান’ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করবেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সচিব ইঞ্জিনিয়ার এম এ গোলাম দস্তোগীর।

সভাপতিত্ব করবেন বিইউ’র ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) কামরুল হাসান।

বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (ফার্মেসি বিভাগ) মো. মফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ আয়োজনের মাধ্যমে সর্বসাধারণ বিনামূল্যে রক্তের হিমোগ্লোবিন, রক্তের গ্রুপ, রক্তে সুগার (শর্করা) পরীক্ষা, রক্তের চাপ, ওজন ও উচ্চতা নির্ণয়ের মতো সেবা পাবেন। আয়োজনে সবার উপস্থিতি আশা করা হয়েছে।
                                                                   
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।