ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

স্তন ক্যানসার রোধে ডিসেম্বরজুড়ে ফ্রি মেমোগ্রাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
স্তন ক্যানসার রোধে ডিসেম্বরজুড়ে ফ্রি মেমোগ্রাম ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্তন ক্যানসার রোধে সচেতনতা বাড়াতে রাজধানীতে শুরু হয়েছে বাংলাদেশ স্তন ক্যানসার সম্মেলন-২০১৫। দিনব্যাপী এ সম্মেলনে দেশ-বিদেশের সংশ্লিষ্ট চিকিৎসকরা রোগটির নানাদিক নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করছেন।



শুক্রবার (৩০ অক্টোবর) সকালে হোটেল সোনারগাঁওয়ে এ সম্মেলন শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছে ব্রেস্ট ক্যানসার স্টাডি ফোরাম এবং সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ।

এতে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক, মার্কিন যুক্তরাষ্ট্রের অনকোলজিস্ট সোসাইটির সহ-সভাপতি রিচার্ড লাভ প্রমুখ।

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও ভারত, সিঙ্গাপুর ও ফিলিপাইনের স্বনামধন্য চিকিৎসকরা এতে অংশ নিয়েছেন।

এদিন সকালে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ থেকে স্তন ক্যানসারের সচেতনতা বাড়াতে একটি শোভাযাত্রা বের হয়। সেখানেও প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী।

ডিসেম্বর মাসজুড়ে সরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে বিনামূল্যে স্তন ক্যানসার রোধে মেমোগ্রাম (স্তনের এক্স-রে) সুবিধা দেওয়া হবে বলে জানান মন্ত্রী।

স্তন ক্যানসারের ঝুঁকিতে যে বয়সী নারীরা রয়েছেন, তারা এ সেবা নিতে পারবেন।

সম্মেলনে মোট ৬টি সেশনে রোগের বিশ্লেষণ ও করণীয় সম্পর্কে আলোচনা হবে বলে আয়োজকরা জানান।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এসকেএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।