ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট করবে সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট করবে সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শিগগিরই কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার।

এ বিষয়ক আইনের খসড়াটি দ্রুত চূড়ান্তে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।



মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট আইন প্রণয়ন সংক্রান্ত সভায় তিনি এ নির্দেশ দেন।

এসময় মন্ত্রী বলেন, জনগণের সম্পৃক্ততায় দেশে কমিউনিটি ক্লিনিকের সাফল্য অর্জন সম্ভব হয়েছে। এই সম্পৃক্ততা জোরদার করতে প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশের প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের সব কার্যক্রম বিশ্বব্যাপী উদাহরণ হিসেবে স্বীকৃত। এই কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আরও বেগবান ও জনবান্ধব করতে হবে।

এসময় স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মো. নূর হোসেন তালুকদারসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এসকেএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।